স্বাধীনতা কী?what is freedom?
স্বাধীনতা কী?
স্বাধীনতা শব্দটির প্রতিশব্দ Liberty.
'Liberty' শব্দটি ল্যাটিন "Liber" থেকে
এসেছে। ১
যার অর্থ Free বা স্বাধীন।ইচ্ছা অনুযায়ী
কিছু করা বা বলার ক্ষমতা কে স্বাধীনতা বলা হয়। মন মতো কোনো কিছু করা বা না করার
অধিকার কে বোঝায।এই দৃষ্টিকোণ থেকে অধীনতামুক্ত অবস্থাই স্বাধীনতা।তবে কর্তৃত্ব ও
নিয়ন্ত্রনহীন স্বাধীনতা অরাজকতা ও উশৃঙ্খলতায় নামান্তর।
Herbert Spencer বলেন,
· "Every
man is free to do whatever he wills,provided he infringes not the equal freedom of any other man."২
অর্থাৎ স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বুঝায় যদি উক্ত কাজ দ্বারা
অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগে বাধার সৃষ্টি না হয়।
T.H Green বলেন,
· "Freedom consists in a positive power or
capacity of doing or enjoying
something worth-doing or worth enjoying."৩
যা উপভোগ করার এবং সম্পন্ন করার যোগ্যতা ও উপভোগ করার ক্ষমতাকে
স্বাধীনতা বলে।
Shelly বলেন,
· "Liberty is the opposite of over government
"৪
অর্থাৎ অতি শাসনের বিপরীত অবস্থা হল স্বাধীনতা।
আরো পড়ুন→
_________________________________________________
ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদ
ফোকলোর কাকে বলে?
সমাজ সংস্কারে রোকেয়ার সাহিত্য
সমাজ সংস্কারে নবাব ফয়জুন্নেছার অবদান (প্রথম মহিলা নবাব)
প্রবাদ
চন্দ্রমুখী মৎস্যকন্যা(রোমান্টিক গল্প)
ভিন্ন কিছু পড়ুন
Book review Three am( থ্রি এ এম)
বুক রিভিউ (তোমাকে ভালোবাসি হে নবী)
Key:
স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা বলতে কি বুঝ,স্বাধীনতা কি,স্বাধীনতা শব্দটির উৎপত্তি, What is liberty, স্বাধীনতা শব্দের উৎপত্তিস্বাধীনতার সংজ্ঞা।