যুক্তফ্রন্ট নির্বাচন

 যুক্তফ্রন্টঃ

পাকিস্তান রাষ্ট্রের সূচনালগ্নেই শাসক গোষ্ঠী ও মুসলিম লীগ নেতৃবৃন্দ বাংলা ভাষার উপর আক্রমন করে বাঙালি জাতির আত্মপরিচয় আঘাত হানে।

এ আঘাত প্রতিহত করতে গিয়ে বাঙালি জাতি মাতৃভাষার জন্যে প্রাণ বিসর্জন দিয়ে সৃষ্টি করে এক রক্তাক্ত ইতিহাস।

যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন,যুক্তফ্রন্ট শেখ মুজিবুর রহমান,১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ,লোকায়ত বাংলা,লোকায়ত বাংলা ব্লগ, lokayotobanglaমূলত পাকিস্তান সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপ, ষড়যন্ত্রের রাজনীতি, অর্থনৈতিক শোষণ ও দু' অঞ্চলের মধ্যকার প্রতিটি ক্ষেত্রে বৈষম্য ধর্মের দোহাই দিয়ে বাঙালি জাতির আবহমান ঐতিহ্য ও সংস্কৃতির উপর আঘাত সর্বোপরি ১৯৫২ খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন পূর্ব বাংলায় মুসলিমলীগ সরকারের জনপ্রিয়তা শূণ্যের কোঠায় নামিয়ে আনে এবং বাঙালি জাতীয়বোধের উন্মেষ ঘটায়।  পূর্ব বাংলার জনগণ এহেন আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ১৯৫৪ খ্রিস্টাব্দের যুক্তফ্রন্ট প্রাদেশিক এ নির্বাচনকে মুসলিম লীগের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ১৯৫৩ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করে। 

যুক্তফ্রন্টের প্রধান শরিক দলগুলো ছিল মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী-মুসলিমলীগ,

এ.কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক পার্টি

মওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজামে ইসলাম পার্টি।

 

শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্টের প্রথম সারির নেতা।

এ নির্বাচন বিভিন্ন দল (১৬ টি দল) অংশগ্রহণ করলেও ক্ষমতাসীন মুসলিম লীগের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফ্রন্টের। নির্বাচনের মুসলিম লীগের প্রতীক ছিল 'হারিকেন' এবং যুক্তফ্রন্টের প্রতীক ছিল 'নৌকা'।

যুক্তফ্রন্ট ১৯৫২ খ্রিস্টাব্দে ভাষা আন্দোলনের ঐতিহাসিক ২১ফেব্রুয়ারিকে চির স্মরণীয় করে রাখার জন্য ২১ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং এটিকে ইস্তেহার হিসেবে জনগণের সামনে ঘোষণা করে।

১৯৫৪ খ্রিস্টাব্দের ৮-১২ মার্চ শান্তিপূর্ণ পরিবেশে পূর্ববাংলা আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মোট আসন সংখ্যা ছিল ৩০৯ টি।

*সংরক্ষিত মুসলিম আসন ২৩৭ টিঃ

১.যুক্তফ্রন্ট ২১৫+০৮=২২৩

২.মুসলিম লীগ ০৯+০১=১০

৩.খেলাফতে রব্বানী পার্টি =০১

৪.নির্দলীয় সদস্য =০৩

 

*সংরক্ষিত অমুসলিম আসন ৭২ টিঃ

১.তফসিলি ফেডারেশন -২৭

২.কংগ্রেস দল -২৪

৩.যুক্তফ্রন্ট -১৩

৪.খ্রিস্টান সম্প্রদায় -০১

৫.বৌদ্ধ সম্প্রদায় -০২

৬.কমিউনিস্ট পার্টি -০৪

৭.নির্দলীয় সদস্য -০১


আরো পড়ুন>>>

ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদ

ছয় দফা আন্দোলন

স্বাধীনতা কি? 

ফোকলোর কাকে বলে? 

সমাজ সংস্কারে রোকেয়ার সাহিত্য

সমাজ সংস্কারে নবাব ফয়জুন্নেছার অবদান (প্রথম মহিলা নবাব) 

প্রবাদ

চন্দ্রমুখী মৎস্যকন্যা(রোমান্টিক গল্প)

ভিন্ন কিছু পড়ুন

Book review Three am( থ্রি এ এম)

বুক রিভিউ (তোমাকে ভালোবাসি হে নবী)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url