লোকনাট্য কাকে বলে? লোকনাট্যের বৈশিষ্ট্য -what is Folk theatre? Characteristics of Folk theatre

লোকনাট্য কাকে বলে-what is Folk theatre? লোকনাট্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। 

√লোকনাট্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা কর। 

 [আশিক (ফোকলোর ২০১৮-২০১৯)]

লোকনাট্য একটি সরল শিল্প মাধ্যম; যা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। লোকনাট্যে স্থান পায় ধর্মীয়  কাহিনী, প্রাকৃতিক দূর্যোগপূর্ণ ঘটনা, ব্যক্তি জীবনের কথা, পারিবারিক ও সামাজিক কাহিনী, রূপ ব্যঙাত্মক গল্প, আধুনিক কালের রাজনৈতিক ঘটনাবলি প্রভৃতি।
অনেকে লোকনাট্যকে আধুনিক বাংলা নাটকের মূল মনে করেন ।
যেমনঃ ড. সৈকত আসগর বলেন,

"লোকনাট্য আধুনিক বাংলা নাটকের জননী। আধুনিক বাংলা  নাটককে যদি বৃক্ষের সাথে তুলনা করা যায়, তাহলে লোকনাট্য  সে বৃক্ষের শেকড়। "

তবে "লোকনাট্য" লোকপ্রচলিত বা লোক অবহিত শব্দ নয়৷ বাংলার লোক সমাজের নিকট এর প্রতিশব্দ হলো "গান"। উদাহরণস্বরূপ আলকাপ গান, বোলান গান, কুশান গান, খন গান,গম্ভীরা গান প্রভৃতি লোকনাট্যের নামোল্লেখ করা যেতে পারে। "


লোকনাট্য কাকে বলে-what is Folk theatre? লোকনাট্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।  √লোকনাট্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা কর।    লোকনাট্য একটি সরল শিল্প মাধ্যম; যা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। লোকনাট্যে স্থান পায় ধর্মীয়  কাহিনী, প্রাকৃতিক দূর্যোগপূর্ণ ঘটনা, ব্যক্তি জীবনের কথা, পারিবারিক ও সামাজিক কাহিনী, রূপ ব্যঙাত্মক গল্প, আধুনিক কালের রাজনৈতিক ঘটনাবলি প্রভৃতি। অনেকে লোকনাট্যকে আধুনিক বাংলা নাটকের মূল মনে করেন । যেমনঃ ড. সৈকত আসগর বলেন,  "লোকনাট্য আধুনিক বাংলা নাটকের জননী। আধুনিক বাংলা  নাটককে যদি বৃক্ষের সাথে তুলনা করা যায়, তাহলে লোকনাট্য  সে বৃক্ষের শেকড়। "১  তবে "লোকনাট্য" লোকপ্রচলিত বা লোক অবহিত শব্দ নয়৷ বাংলার লোক সমাজের নিকট এর প্রতিশব্দ হলো "গান"। উদাহরণস্বরূপ আলকাপ গান, বোলান গান, কুশান গান, খন গান,গম্ভীরা গান প্রভৃতি লোকনাট্যের নামোল্লেখ করা যেতে পারে। "২


বাংলার লোক কবি ও লোকগানের সাধক" শাহ্ আব্দুল করিম" তাঁর স্মৃতিকবিতা ও গান " আগে কী সুন্দর দিন কাটাইতাম" এতে  যাত্রা ও গাজীরপালাকে গান বলেই উল্লেখ করেছেন৷

উল্লেখিত চরণ-

"হিন্দু বাড়িন্ত যাত্রাগান হইত
 নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। "

লোকনাট্যকে একেকজন একেকভাবে  সংজ্ঞায়িত করেছেন। 
যেমনঃ
সৈয়দ মনজুরুল ইসলাম বলেন-

"আপাত দৃষ্টিতে সাধারণ মানুষজনের আবেগকে ধারণ করে,  তাদের ব্যবহৃত অথবা সহজবোধ্য ভাষায় এবং   আদিম পর্যায়ে সামাজিক উৎসবানুষ্ঠানের মূল বৈশিষ্ট্যগুলি বিশেষ করে জনসমষ্টিক আবেগ সঞ্চারণের উদ্দেশ্যে লিখিত নাটককে লোকনাট্য  বলে। "

অজিত কুমার ঘোষের মতে,

"লোকদের দ্বারা রচিত, অভিনীত এবং লোকদের  সম্মুখে  রিবেশিত নাটককেই লোকনাট্য বলে। "

বরুন কুমার চক্রবর্তী বলেন,

"আমরা গণতন্ত্রের সংজ্ঞার অনুকরণে বলতে পারি লোকদের দ্বারা অনুষ্ঠিত, লোকদের জন্য অভিনীত, লোকদের দ্বারা আদৃত মূলত লোকবিষয়ক যে নাটক তাই লোকনাট্য। "

লোকনাট্যের বৈশিষ্ট্যঃ


লোকনাট্যের বৈশিষ্ট্যঃ


১) লোকনাট্য  একটি সরল শিল্প মাধ্যম;যা সরাসরি জনগনের সাথে সম্পৃক্ত।

২)লোকনাট্য লোকজীবনের কাহিনীর উপর ভিত্তি করে মুখে মুখে রচিত এবং অভিনীত নাটক।

৩) লোকনাট্যের শুরুতে বন্দনা গাওয়া হয়।

৪)লোকনাট্যে লিখিত পান্ডুলিপি থাকেনা। ঘটনার ভাববস্তু ভিত্তিক সংলাপ পাত্র-পাত্রীগন তাৎক্ষণিকভাবে রচনা করেন।

৫) লোকনাট্যের উদ্ভবের সাথে মিথের সম্পর্ক।

৬)লোকনাট্যের মধ্যে নৃত্যগীত ও বাদ্য এই তিনের বিশেষ সম্মিলন লক্ষ্য করা যায়।

৭)লোকনাট্যের কাহিনী, সংলাপ হয় সহজ সরল।

৮) লোকনাট্যে নায়েক নায়িকা সকল চরিত্র গ্রামের নর-নারী।

৯) বাংলা লোকনাট্যে সাধারণত নারী চরিত্রে পুরুষেরাই অভিনয় করে থাকেন। 

১০) এ নাট্যের অভিনেতাদের পোশাকে বাধ্যবাদকতা নেই।

১১) লোকনাট্যের জন্যে নির্দিষ্ট কোনো সাজঘর বা গ্রীনরুমের প্রয়োজন হয়না। 

১২)লোকনাট্য পরিবেশনের জন্যে নির্দিষ্ট মঞ্চের প্রয়োজন নেই। 

১৩) বাংলা লোকনাট্যে খুব বেশি আলোকসজ্জার প্রয়োজন হয়না।

১৪) লোকনাট্য আসর ভিত্তিক গেঁও পালাগান। আসর ভিন্ন একক হয়ে হিসেবে কোনো নাট্য পরিবেশিত হয়না।


১৫) লোকনাট্যের বিষয়বস্তু নির্দিষ্ট নয় বহু বিচিত্র।


১৬) আঞ্চলিক সংলগ্নতা লোকনাট্যের একটি বিশেষ বৈশিষ্ট্য রূপে প্রতীয়মান হয়।


১৭) লোকনাট্যে শুধু হাস্যরস থাকেনা  এর মাধ্যমে সমাজ পতিদের অন্যায় ও ষড়যন্ত্রের জবাব দেওয়া হয়।


১৮) লোকনাট্য কাহিনীমূলক গান। ভাষা ও সংলাপের ক্ষেত্রে অভিনেতাগণ প্রতিটি আসরে সুরেলা ও আবৃত্তির ঢঙ্গে নতুন নতুন শব্দ প্রয়োগ করেন। ফলে লোকনাট্যের ভাষা সবসময় সমকালীন হয়।

১৯) লোকনাট্য নির্দিষ্ট প্রক্রিয়ায় আসরে পালার পর পালা চলতে থাকে। প্রত্যেকটি আসরে, নাটকের একেকটি দৃশ্য দর্শকের মনে রেখাপাত করে।এবং

২০) ন্যায়ের পক্ষে সমর্থন  ও নায়েক নায়িকার মিলন হয়।

আরও পড়ুন>>>

ফোকলোর চর্চায় আশুতোষ ভট্টাচার্য  Ashutush Bhattacharya in Folklore studies. 

ফোকলোর কি? ফোকলোরে কি পড়ানো হয়? ফোকলোর পরিচিতি


তথ্যসূত্রঃ


১. বাংলা লোক ঐতিহ্যঃ লোকনাট্য, প্রথম প্রকাশ-১৯৯৯; গবেষণা সংকলন ফোকলোর বিভাগ বাংলা-একাডেমী; ঢাকা-১০০০; আধুনিক বাংলা নাটকে লোকনাট্যের আঙ্গিক- ড.সৈকত আসগর। 


২. ড. সঞ্জিব নাথ, বাংলার লোকনাট্য  স্বরূপ  ও বৈশিষ্ট্য। প্রথম সংস্করণ, জানুয়ারী,২০০৩; পৃ-১৫।


৩. সাহিত্য পাঠ- একাদশ -দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যবই ; জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা। সংস্করণ জুলাই,২০১৫; পৃঃ২৮৫


৪. আফসার আহমদ, বাংলাদেশের নাট্যচর্চায় লোকনাট্যের আঙ্গিক; জাতীয় নাট্য উৎসব স্মরণিকা-১৯৯১


৫. বরুণ কুমার চক্রবর্তী সম্পাদিত বঙ্গীয় লোকসংস্কৃতি-কোষ: অর্পণাবুক ডিস্ট্রিবিউটার্স, ১৪০২; পৃঃ ৫১৯। 

৬. বা.লো.স্ব.বৈ- ড. সঞ্জীব নাথ: ২০০৩,পৃ-১৪

৭.   প্রাগুক্ত, ১৫ পৃঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url