লোক সংস্কার কী? লোক সংস্কারের সংজ্ঞা। What is Superstation? Definition of Superstation

আমরা আমাদের জীবনে অনেক কিছু যৌক্তিকতা ছাড়াই বিশ্বাস করে থাকি, আবার সেই বিশ্বাসের ফলাফল  কর্মে প্রতিফলিত হয়। যখন কর্মে  প্রতিফলিত হয় এবং সমাজ তার স্বীকৃতি দেয়,তখন তা সংস্কার হয়ে যায়।  সংস্কারের ইংরেজি অনেকে Superstition ধরে নিয়েছেন। কিন্তু তা যথার্থ নয়৷ কারণ Superstition দিয়ে শুধু সংস্কারের মন্দ দিক বুঝানো হয়।অথচ সকল সংস্কার মন্দ নয় 

সংস্কারের ইংরেজি Superstition ধরেই অনেকে সংস্কারকে সংজ্ঞায়িত করেছেন। যেমনঃ

    “A superstition is something which is " left over " from    the past and which continues to prevail without being understood.” 

অর্থাৎ সংস্কার হলো যা অতীতকাল হতে চলে আসছে এবং যা বর্তমানে না বুঝেও অনুসৃত হচ্ছে।

 


““

    Superstition are, however,but beliefs of which there is     longer a whole hearted acceptance. They are practices that followed without conviction, but with an uneasy     feeling that it will do no harm to carry them out, if by     chance we thus get on the good side of powers whose     existence we may at times doubt. 

অর্থাৎ, সংস্কার হলো সেইসব বিশ্বাস, যেগুলো সর্বান্তঃকরণে গৃহীত নয়; আসলে এগুলি হল কতগুলি আচার, যেগুলি দৃঢ়বিশ্বাস ব্যতিরেকে অনুসৃত হলে কোনরকম ক্ষতিকারক হবেনা, দৈবক্রমে যেগুলির দ্বারা সুফলও লাভ করা যেতে পারে -এই মানসিকতায় ।

লোকসংস্কারকে ফোকলোরবিদ আরও নানাভাবে সংজ্ঞায়িত করেছেন, যেমনঃ

  লোকসংস্কার হলো সেইসব আচার আচরণ এবং ক্রিয়াকলাপ     যেগুলি পালনীয় কিংবা বর্জনীয় বলে সংহত জনসমষ্টি শুধু বিশ্বাস     করেনা ব্যবহারিক জীবনেও তা মেনে চলে।”

আরও পড়ুন>>>

লোকনাট্য কাকে বলে? লোকনাট্যের বৈশিষ্ট্যসমূহ লিখ

ফোকলোর চর্চায় আশুতোষ ভট্টাচার্য  Ashutush Bhattacharya in Folklore studies. 

ফোকলোর কি? ফোকলোরে কি পড়ানো হয়? ফোকলোর পরিচিতি

গবেষণা কাকে বলে? গবেষণা বলতে কি বোঝায়?

গল্পঃ জোনাকির মুক্তি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url