Bdfolks ব্লগের পরিচিতি
Bdfolks ব্লগের পরিচিতি ও নীতিমালা
আসসালামু আলাইকুম। আমি আশিক। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে। লিখতে ভালো লাগে তাই লিখি৷ ব্লগটি মাল্টিক্যাটাগরি বিশিষ্ট। পড়াশোনা,লেখালেখি-গল্পগকবিতা, জেলা পরিচিতি,দেশীয় সংস্কৃতি ,বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, ভর্তি টিপ্স ইত্যাদি সম্পর্কে লেখালেখি হবে৷ তবে এখানে রাজনৈতিক, প্রতিহিংসামূলক কোনো বক্তব্য কিংবা লেখা প্রকাশিত হয় হয়না। কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত দিয়ে কিছু লেখা হয়না৷ ধন্যবাদ।