দুঃখের পরেই সুখ

দুঃখের পরেই সুখ। 


রাত্রি যখন নিকষ কালো

   কচুরিপানার কেশ।

কোথাও নেই একটু বাতি

 আলোর নেইকো লেশ। 

      সবুর, একটু পরে আলো এসে,

   আঁধার করবে শেষ।

সেইটুকু আলো গায়ে মেখে

 আনন্দ পাবে বেশ।

সকল হিংসুক, নিন্দুকেরা আর,

 পারবেনা করতে কিছু।

যখন তুমি মানুষ হবে 

 হিমালয়ের মতো উঁচু।(A.R)

মোটিবেশনাল কবিতা।Motivational poems, MoTivational quotes, মনের ভয় নাকি ভুতের


★দুঃখের পরেই সুখ। প্রবল হতাশা এবং সংগ্রামের মধ্য দিয়ে কাঙ্খিত সাফল্য লাভ করলে তার প্রশান্তি আরও বেশি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url